সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২১ ২০:৫৭ | আপডেট: ১৭ অক্টোবর ২০২১ ২৩:২৩
১৭ অক্টোবর ২০২১ ২০:৫৭ | আপডেট: ১৭ অক্টোবর ২০২১ ২৩:২৩
ঢাকা: রাজধানীর গুলশান, বনানীসহ বেশ কয়েকটি এলাকায় সোমবার (১৮ অক্টোবর) গ্যাস থাকবে না। রোববার (১৭ অক্টোবর) বিতরণ সংস্থা তিতাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় মহাখালী রেলক্রসিং সংলগ্ন গ্যাস পাইপলাইন টাই-ইন কাজের জন্য সোমবার রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত ৮ ঘণ্টা রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরববরাহ বন্ধ থাকবে।
গুলশান, বনানী, মহাখালী ও তেজগাঁও শিল্প এলাকায় সব শ্রেণির গ্রাহক পর্যায়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সেইসঙ্গে এর আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।
সারাবাংলা/জেআর/পিটিএম