Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২১ ১৫:৫৯

নড়াইল: নড়াইলে মো. আজহারুল ইসলাম নামে এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও একবছরের জেল দেওয়া হয়েছে।

রোববার (১৭ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।

মো. আজহারুল ইসলাম সাতক্ষীরা জেলার কলারোয় থানার দিগং বিশ্বাস পাড়ার খোরশেদ আলি বিশ্বাসের ছেলে। তিনি রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৮ নভেম্বর দুপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় নড়াইল সদর থানার নিরালী বাহিরগ্রাম বাজারের ব্রিজের ওপর থেকে ৮০ বোতল ফেনসিডিলসহ আসামিকে আটক করে পুলিশ।

পরে নড়াইল সদর থানায় এ এস আই সুজন বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

সারাবাংলা/একে

মাদক মাদক কারবারি যাবজ্জীবন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর