রাজধানীতে সংঘর্ষের ৩ মামলায় আসামি ৪ হাজারের বেশি
১৭ অক্টোবর ২০২১ ১৩:২৯ | আপডেট: ১৭ অক্টোবর ২০২১ ১৩:৫৮
ঢাকা: কুমিল্লায় পূজামণ্ডপেরে ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীতে মুসল্লি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনটি পৃথক মামলা হয়েছে। এ সব মামলায় ৪ হাজারের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগ পল্টন, রমনা ও চকবাজার থানায় এ মামলা করা হয়।
ডিএমপির গণমাধ্যম শাখার উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন সারাবাংলাকে মামলার বিষয়ে নিশ্চিত করেছেন।
তিনি জানান, পল্টন থানায় ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও আড়াই হাজার জনের নামে একটি মামলা হয়েছে। মামলায় এরইমধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। রমনা থানায় ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১ হাজার ৫০০ জনের নামে অন্য একটি মামলা হয়েছে। ওই মামলায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া চকবাজার থানায় দায়ের করা মামলায় গ্রেফতার পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩৫ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া গণমাধ্যমকে বলেন, ‘পল্টন থানায় দায়ের করা মামলা ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে খেলাফত মজলিশের আমির জাফরুল্লাহ রয়েছেন। আসামিদের মধ্যে ৬ জনকে শুক্রবার দুপুরে জুমার নামাজের পর সংঘর্ষের সময় গ্রেফতার করা হয়েছিল। ওই ছয়জন রিমান্ডে আছেন। ’
খেলাফত মজলিশের আমির জাফরুল্লাহসহ পাঁচজন পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে—জানান ওসি সালাউদ্দিন মিয়া।
সারাবাংলা/ইউজে/একে