Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পূজামণ্ডপে হামলার প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রলীগের মিছিল-সমাবেশ

সারাবাংলা ডেস্ক
১৬ অক্টোবর ২০২১ ২০:৪৬

চট্টগ্রাম ব্যুরো: সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে মিছিল-সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। সংগঠনটির নেতারা পূজামণ্ডপে হামলার জন্য বিএনপি ও জামায়াত-শিবিরকে দায়ী করেছেন।

শনিবার (১৬ অক্টোবর) সকালে নগরীর দারুল ফজল মার্কেটে সংগঠনের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে নগর ছাত্রলীগ। মিছিল নিউমার্কেট ঘুরে কোতোয়ালির মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সমাবেশে ছাত্রলীগ নেতারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার পরিকল্পিত ষড়যন্ত্র করা হয়েছে কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন শরীফ রেখে উসকানি ছড়ানোর মাধ্যমে। এর জের ধরে দেশের বিভিন্ন জায়গায় নিরীহ মানুষের ঘরবাড়ি, উপাসনালয়, দোকানপাটে হামলা-ভাংচুর, লুটপাট চালানো হয়েছে। বিএনপি এবং জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা এই ঘটনা ঘটিয়েছে।

তারা বলেন, এই দেশ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান সবার। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের। দেশকে উগ্রবাদী জঙ্গি রাষ্ট্র বানানোর স্বপ্ন অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে। ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে অপশক্তিকে নির্মূল করা হবে।

নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সহ-সভাপতি তালেব আলি, ইয়াছিন আরাফাত কচি, একরামুল হক রাসেল, নাঈম রনি, যুগ্ন সাধারণ সম্পাদক সুজন বর্মন, সাংগঠনিক সম্পাদক ইরফানুল আলম জিকু, খোরশেদ আলম মানিক, সম্পাদকমন্ডলীর সদস্য আবু তারেক রনি, হাসানুল আলম সবুজ, আবুল মনসুর টিটু, মিয়া মোহাম্মদ জুলফিকার, শেখ সরফুদ্দিন সৌরভ, কার্যনির্বাহী সদস্য ইমাম উদ্দিন নয়ন, সাজিবুল ইসলাম সজিব, আরাফাত রুবেল, মোহাম্মদ সালাহউদ্দিন, মোহাইমিনুল ইসলাম রাহিম, মোশরাফুল হক চৌধুরী পাভেল, ওয়াহিদুল আলম ওয়াহিদ, চকবাজার থানার সভাপতি জাহেদুল ইসলাম ইরাক, বায়েজিদ বোস্তামি থানার আহবায়ক সুলতান মাহমুদ ফয়সাল, যুগ্ম আহবায়ক ওয়াহিদ টিটু, মহসীন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, পতেঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি হাসান হাবীব সেতু, চান্দগাঁও থানার সভাপতি নুরুন নবী সাহেদ, বন্দর থানার সভাপতি মো. কাইয়ুম,পাহাড়তলী থানা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান প্রিন্স ও সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত আরমান, বাকলিয়া থানা ছাত্রলীগের আহবায়ক মিজানুর রহমান মিজান, যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন রনি, হালিশহর থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আবিদ হাসান প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/পিটিএম

ছাত্রলীগ মিছিল

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর