Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নজরুল ক্যাম্পাসে খাবারের দাম দ্বিগুণ, বিপাকে পরীক্ষার্থীরা

জাককানইবি করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২১ ১৯:২৩

জাককানইবি: রাত পোহালেই শুরু হচ্ছে গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। পরীক্ষার অন্যতম কেন্দ্র জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ইতোমধ্যেই গাজীপুর, রংপুর, দিনাজপুরসহ দেশের বিভিন্ন দূরবর্তী স্থান থেকে পরীক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে শুরু করেছেন। এই সুযোগে শিক্ষার্থীদের ‘পকেট কাটতে’ উঠেপড়ে লেগেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশেপাশের হোটেল ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

স্বাভাবিক সময়ের চেয়ে অধিক দামে খাবার বিক্রির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এতে বিপাকে পড়েছেন দূর থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, প্রায় দ্বিগুণ মূল্য রাখা হচ্ছে প্রতিটি খাবারের। ডিম, মাছ, মুরগি, গরুর মাংসসহ প্রতিটি আইটেমের মূল্য অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বারবার সতর্ক করলেও তা কানেই নিচ্ছেন না হোটেল মালিকরা। প্রতিটি হোটেলে খাবারের মূল্য তালিকা রাখার নির্দেশনা থাকলেও, অধিকাংশ হোটেলেই তা নেই।’

কনজ্যুমার ইউথ বাংলাদেশের (CYB) জাককানইবি শাখার কার্যনির্বাহী সদস্য আহসান হাবিব বলেন , ‘খাবারের মূল্যবৃদ্ধির বিষয়টি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য হয়রানি। বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ থাকায় এবং ক্যাফেটেরিয়ায় বেশি সংখ্যক শিক্ষার্থীদের খাবারের সুবিধা না থাকায় বাইরের হোটেলেই খেতে হচ্ছে ভর্তিচ্ছুদের। এই সুযোগে অবৈধ সিন্ডিকেট করে হোটেল মালিকরা খাবারের দ্বিগুণ মূল্য রাখছে।’

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, ‘খাবারের মূল্য বৃদ্ধির বিষয়ে আমরা ইতোমধ্যেই অবগত হয়েছি এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। ভর্তি পরীক্ষার সময় খাবারের মূল্য বৃদ্ধি না করার জন্য আমরা আগেই হোটেল মালিকদের অনুরোধ জানিয়েছি। আজ রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি হোটেলগুলো পরিদর্শনে যাবে এবং যথার্থ পদক্ষেপ নেবে।’

সারাবাংলা/এমও

কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় খাবারের দাম নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর