পিই রেশিও কমেছে ৩ শতাংশের বেশি
১৬ অক্টোবর ২০২১ ১৮:৩০ | আপডেট: ১৬ অক্টোবর ২০২১ ২০:৩১
ঢাকা: সপ্তাহের ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। ১৪ অক্টোবর পর্যন্ত ডিএসইতে পিই রেশিও কমে দাঁড়িয়েছে তিন দশমিক ৪১ শতাংশে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগের সপ্তাহে ডিএসইতে পিই রেশিও ছিলো ১৯ দশমিক ৫২ পয়েন্টে। তার আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ২০ দশমিক ২১ পয়েন্ট।
খাতভিত্তিক হিসেবে পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, এর আগের সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭.৯ পয়েন্টে, সিমেন্ট খাতে ১৯.৪ পয়েন্ট, সিরামিকস খাতে ৩৫.৩ পয়েন্ট, প্রকৌশল খাতে ১৯.৩ পয়েন্ট, আর্থিক খাতে ৩২.৫ পয়েন্ট, খাদ্য খাতে ২৪.৫ পয়েন্ট, জ্বালানি-বিদ্যুৎ খাতে ১৩.৭ পয়েন্ট, সাধারণ বিমা খাতে ২০.৯ পয়েন্ট, আইটি খাতে ৩২.৫ পয়েন্ট, পাট খাতে ৭৮৬.৭ পয়েন্ট, বিবিধ খাতে ২৫.৩ পয়েন্ট।
এছাড়াও মিউচ্যুয়াল ফান্ড খাতে ৪.৭ পয়েন্ট, কাগজ খাতে ২৯.৬ পয়েন্ট, ওষুধ খাতে ২১.১ পয়েন্ট, সেবা-আবাসন খাতে ৩১.৪ পয়েন্ট, ট্যানারি খাতে ৩৮ পয়েন্ট, টেলিকমিউনিকেশন খাতে ১৯.৫ পয়েন্ট, বস্ত্র খাতে ২৭.৭ পয়েন্ট ও ভ্রমণ-অবকাশ খাতে ১৭৩.১ পয়েন্ট অবস্থান করছে।
প্রসঙ্গত, সূচকের বাইরে বিবেচনাযোগ্যে একটি গুরুত্বপূর্ণ নির্দেশক হলো পিই রেশিও বা শেয়ারের মূল্য আয় অনুপাত। সাধারণত কোন কোম্পানির পিই রেশিও যত কম, সেই কোম্পানিতে বিনিয়োগে ঝুঁকিও তত কম। যদি কোনো কোম্পানির বছর শেষে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস ৫ টাকা হয়। বাজারে কোম্পানিটির শেয়ারের দাম যদি ৫০ টাকা হয়। তাহলে কোম্পানিটির পিই রেশিও দাঁড়াবে ১০-এ।
একটি কোম্পানির মোট শেয়ারের দামের সঙ্গে ওই কোম্পানির শেয়ার প্রতি দামের ভাগফলই কোম্পানিটির পিই রেশিও।
সারাবাংলা/জিএস/একেএম
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও)