Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন গানচিত্র ‘চাইছে তোকে মন’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২১ ১৬:৪৭

প্রবাসী বিজ্ঞানী ও কণ্ঠশিল্পী তারান্নুম আফরীন এবার এবার হাজির হলেন ভিন্নধর্মী মেলোডিয়াস প্রেমের গান নিয়ে। গানটির শিরোনাম ‘চাইছে তোকে মন’। এতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন এসকে সানু।

এসকে সানুর সুর ও সংগীতে গানটির সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভ্র মেহরাজ। গানটিতে মডেল হয়েছেন অপু ও নিশু। সম্প্রতি গানটি ড. তারান্নুম আফরীন’স স্টুডিওর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে।

বিজ্ঞাপন

নতুন গান প্রসঙ্গে তারান্নুম আফরীন বলেন, ‘পিওর রোমান্টিক একটা গান। গানের ভিডিওতে অপুকে নেয়ায় অনেকেই অনেক কথা বলেছেন। আমার কাছে মিউজিক ভিডিও জিনিসটা বইয়ের প্রচ্ছদের মতো। যারা গান বোঝেন না তাদের জন্য। আর যারা গান বোঝেন তারা তো আজকাল গান শোনেনই না! অনেক সেলিব্রেটি মডেলই গানে অভিনয় করে সেটি শেয়ার দেয়ার সৌজন্যতাটুকুও দেখান না। সেদিক থেকে অপু’র শ্রদ্ধাবোধ আমার কাছে হাজারগুণ বেটার।’

এর আগে তারান্নুম আফরীন কুমার শানু, আসিফ আকবর, কাজী শুভ, মিলন, শাওন গানওয়ালাসহ আরো অনেকের সঙ্গে দ্বৈত গান গেয়েছে।

সারাবাংলা/এজেডএস

এসকে সানু তারান্নুম আফরীন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর