ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ৩
১৬ অক্টোবর ২০২১ ১৫:৩৫
ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ঘটনায় অন্তত তিনজন নিহত এবং সাতজন আহত হয়েছে। ভূমিকম্প ও আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে। খবর আলজাজিরা।
শনিবার (১৬ অক্টোবর) ভোরে এই ভুমিকম্প অনুভূত হয়। এ সময় মানুষ আতঙ্কে বাহিরে ছোটাছুটি করে। করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় খোলার সময় এই ভুমিকম্পের ঘটনা ঘটল।
বালি দ্বীপের সার্চ অ্যান্ড রেসকিউ ইউনিটের প্রধান গেদে দারমাদা বলেন, সংস্থাটি এখনো ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে তথ্য সংগ্রহ করছে। আহতদের মধ্যে অনেকের হাড় ভেঙে গেছে এবং মাথায় আঘাত পেয়েছেন।
তিনি বলেন, ভয়াবহ ভূমিকম্পের ফলে পাহাড়ি জেলায় ভূমিধসের ঘটনা ঘটেছে, এতে কমপক্ষে দুইজন নিহত হয়েছে। এছাড়াও কমপক্ষে তিনটি গ্রামে প্রবেশ বন্ধ হয়ে গেছে।
এই ভুমিকম্পের ফলে উপকেন্দ্রের নিকটতম কারাঙ্গাসেম এলাকায় ঘরবাড়ি ও মন্দির ধসে পড়েছে। এ সময় ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে তিন বছরের এক শিশু নিহত হয়েছে বলেও জানিয়েছেন গেদে দারমাদা।
সারাবাংলা/এনএস