Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ব্রিটিশ এমপি আমেস হত্যাকাণ্ডের সঙ্গে ইসলামি সন্ত্রাসীরা জড়িত’

আন্তর্জাতিক ডেস্ক
১৬ অক্টোবর ২০২১ ০৯:১৯ | আপডেট: ১৬ অক্টোবর ২০২১ ১৩:২৮

স্যার ডেভিড আমেস, ছবি: বিবিসি

ব্রিটিশ কনজারভেটিভ দলের এমপি স্যার ডেভিড আমেসের হত্যাকাণ্ডের সঙ্গে ইসলামি সন্ত্রাসীদের যোগসূত্র রয়েছে বলে দাবি করেছে দেশটির পুলিশ। গতকাল শুক্রবার (১৫ অক্টোবর) তার নিজ সংসদীয় আসনে এক সভায় উপর্যুপরি ছুরিকাঘাতের শিকার হন তিনি। আহত অবস্থায় তার চিকিৎসা চলাকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবর বিবিসি।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে ইসলামি চরমপন্থীরা জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

এই হত্যাকাণ্ডের সন্দেহভাজন হিসেবে ২৫ বছর বয়সী এক ব্রিটিশ নাগরিককে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আর কাউকে খোঁজা হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

মেট্রোপলিটন পুলিশ আরও জানিয়েছেন, তদন্তের অংশ হিসেবে বর্তমানে লন্ডন এলাকায় দুটি ঠিকানায় তল্লাশি চালাচ্ছে পুলিশের কর্মকর্তারা। গ্রেফতারকৃত ব্যক্তি একাই এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে বলে ধারণা। তাকে জিজ্ঞাসাবাদের কাজ অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: ছুরিকাঘাতে আহত ব্রিটিশ এমপি মারা গেছেন

ডেভিড আমেসের হত্যাকাণ্ডে গ্রেফতারকৃত ব্যক্তি দেশটির এসেক্স রাজ্য পুলিশের হেফাজতে রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

সরকারি সূত্র বিবিসি’কে জানিয়েছে, গ্রেফতারকৃত ওই ব্রিটিশ নাগরিক সোমালিয়ার বংশোদ্ভূত হতে পারে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

স্যার ডেভিড আমেস কনজারভেটিভ পার্টি থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। ১৯৮৩ সালে বিয়ে করা স্যার ডেভিস আমেস পাঁচ সন্তানের জনক।

তার মৃত্যুতে সামাজিক মাধ্যমে শোক জানাচ্ছেন ব্রিটেনের বিভিন্ন দলের রাজনৈতিকরা। স্যার ডেভিস আমেস প্রাণি অধিকারের পক্ষে অন্যতম কন্ঠস্বর ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

টপ নিউজ ব্রিটিশ এমপি স্যার ডেভিড আমেস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর