Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২১ ২২:৪৪ | আপডেট: ১৫ অক্টোবর ২০২১ ২২:৪৬

মানিকগঞ্জ: জেলার ঝিটকা-হরিরামপুর সড়কের কৌরি কলেজ গেট এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

মৃতদের মধ্যে রয়েছেন সাটুরিয়া উপজেলার তিল্লি এলাকার মামুন মিয়া (২৫) ও সদর উপজেলার পূর্ব বেতিলা গ্রামের সবুজ মিয়া (২৪)।

দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী হরিরামপুর উপজেলার পাড়াগ্রামের বিজয়নগর এলাকার কার্তিক (২৭)।

জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার আলিফ উল আরিফ জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত তিন যুবককে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আনা হয়। তাদেরকে পর্যবেক্ষণ করে দুইজনকে মৃত ঘোষণা করা হয়। দুর্ঘটনায় আহত অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতলে পুলিশ পাঠানো হয়েছে।

সারাবাংলা/একেএম

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর