Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মসজিদ-মন্দিরে খালেদা জিয়ার জন্য বিশেষ প্রার্থনা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২১ ২০:৪৮

ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৫ অক্টোবর) দেশব্যাপী বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বাদ জুমা মসজিদে এবং সুবিধামতো সময় মন্দির ও অন্যান্য উপসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

সন্ধ্যায় বিএনপির দফতর থেকে পাঠানো সংবাদ বিবরণীতে জানানো হয়— এসব প্রার্থনা সভায় বিএনপির বিভিন্ন ইউনিট এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ওলামা দল, ছাত্রদল, যুবদল, মুক্তিযোদ্ধা দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মৎসজীবী দল ও তাঁতী দলের নেতাকর্মীরা অংশ নেন।

বিজ্ঞাপন

ঢাকা মহানগর, বরিশাল মহানগর, রাজশাহী মহানগর, ময়মনসিংহ মহানগর, সিলেট মহানগর, খুলনা মহানগর, গাজীপুর মহানগর এবং ঢাকা, গাজীপুর, নেত্রকোণা, সুনামগঞ্জ জেলা, কিশোরগঞ্জ, পটুয়াখালী, জামালপুর, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, ফেনী, বরিশাল, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, নারায়ণগঞ্জ, ফরিদপুর, নরসিংদী, রাজবাড়ী, শেরপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, গাজীপুর, মুন্সীগঞ্জ, টাঙ্গাইল, মাদারীপুর, ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, ভোলা, পিরোজপুর, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চাঁদপুর, বান্দরবান, লক্ষীপুর, কক্সবাজার, জয়পুরহাট, নাটোর, নওগাঁ, বগুড়া, পাবনা, চাঁপাই নবাবগঞ্জ, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, সৈয়দপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, দিনাজপুর, মাগুরা, কুষ্টিয়া, নড়াইল, খুলনা, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, বাগেরহাট, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলাসহ অন্যান্য জেলা ও মহানগরে শান্তিপূর্ণভাবে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানানো হয় বিএনপির সংবাদ বিবরণীতে।

বিজ্ঞাপন

এর আগে, নিয়মিত চেকআপের জন্য বুধবার (১৩ অক্টোবর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্ব গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। এখন তিনি সেখানে ভর্তি আছেন।

সারাবাংলা/এজেড/টিআর

খালেদা জিয়া মসজিদ-মন্দিরে প্রার্থনা

বিজ্ঞাপন

এক বছর পর ভারত দলে ফিরলেন শামি
১১ জানুয়ারি ২০২৫ ২২:৩৮

আরো

সম্পর্কিত খবর