চীনে বন্ধ হচ্ছে লিঙ্কডইন
১৫ অক্টোবর ২০২১ ১৫:১৬ | আপডেট: ১৫ অক্টোবর ২০২১ ২০:০৯
ঢাকা: মাইক্রোসফটের সামাজিক নেটওয়ার্ক লিঙ্কডইন চীনে বন্ধ হতে যাচ্ছে। দেশটির চ্যালেঞ্জিং পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারায় এ সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট। বিবিসির খবর।
সম্প্রতি কিছু সাংবাদিকের প্রোফাইল ব্লক করে প্রশ্নের সম্মুখীন হওয়ার পর এ সিদ্ধান্ত নিলো মাইক্রোসফট।
এক ঘোষণায় মাইক্রোসফট জানিয়েছে, চীনে নতুন একটি শুধু চাকরির অ্যাপ চালু করা হবে। তবে এতে সামাজিক যোগাযোগ বা সোশ্যাল ফিড থাকবে না, অর্থাৎ শেয়ার অথবা নিবন্ধ প্রকাশ করার সুযোগ থাকবে না।
লিঙ্কডইনের ভাইস প্রেসিডেন্ট মোহাক শ্রফ তার ব্লগে বলেন, চীনে আমরা উল্লেখযোগ্য হারে আরও বেশি চ্যালেঞ্জিং অপারেটিং পরিবেশ এবং অধিকতর সম্মতির প্রয়োজনীয়তার সম্মুখীন হচ্ছি।
ব্লগে বলা হয়, আমরা এই বছরের শেষের দিকে চীনে লিঙ্কডইন এর স্থানীয় সংস্করণটি বন্ধ করতে যাচ্ছি। আমাদের নতুন কৌশল অনুযায়ী চীনে শক্তিশালী উপস্থিতি অব্যাহত রাখব এবং এই বছরের শেষের দিকে নতুন ইনজবস অ্যাপ চালু করব।
উল্লেখ্য, লিঙ্কডইন চীনে একমাত্র শীর্ষ পশ্চিমা সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম।
সারাবাংলা/আইই