Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকার পরিকল্পনা ও ষড়যন্ত্র করে কুমিল্লার ঘটনা ঘটিয়েছে: রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২১ ১৪:৩৭ | আপডেট: ১৫ অক্টোবর ২০২১ ১৪:৪৮

ঢাকা: কুমিল্লায় কোরআন শরিফ অবমাননার খবর ও এর জের ধরে মন্দির-মণ্ডপে হামলা-ভাঙচুরের পেছনের পরিকল্পনা ও ষড়যন্ত্রে সরকারকেই দায়ী করছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, শেখ হাসিনা চান তার প্রভুদের সন্তুষ্ট করতে। প্রভুদের কৃপালাভের জন্য শেখ হাসিনা এমন কোনো কাজ নেই যা করতে পারেন না। তাই কুমিল্লার ঘটনা শেখ হাসিনার পরিকল্পিত, আওয়ামী লীগ সরকারের পরিকল্পিত ঘটনা। আমাদের ঐতিহ্য হলো অসাম্প্রদায়িক ঐতিহ্য। সেই ঐতিহ্যকে বারবার বিনষ্ট করার চেষ্টা করা হচ্ছে। তাই এই সরকারের কোনো উসকানিতে আমরা কোনো প্রতিক্রিয়া দেখাব না।

বিজ্ঞাপন

শুক্রবার (১৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় দল আয়োজিত ‘গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠায় নির্দলীয় ও নিরেপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অপরিহার্য’ শীর্ষক এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

মানুষের দৃষ্টি সরানোর জন্য কুমিল্লার ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেন রিজভী। তিনি বলেন, এটি আর বলার অপেক্ষা রাখে না। শেখ হাসিনা নাকি বাংলাদেশের সব সম্প্রদায়ের নিরাপত্তা দিয়ে থাকেন। কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় আসার পর পাবনা, পার্বত্য চট্টগ্রাম, রামু, টাঙ্গাইল, নাসিরনগর— একের পর এক ঘটনা ঘটেই চলেছে। আমরা জন্মের পরে সাম্প্রদায়িক দাঙ্গা বা বিনষ্টের কথা শুনিনি। কিন্তু শেখ হাসিনা সরকারের আমলে আমরা সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টের ঘটনাগুলো দেখছি। জনগণ সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করেনি। কোনো রাজনৈতিক দল বিনষ্ট করেনি। বিনষ্ট করছে সরকার, যারা ক্ষমতায় আছে। এর কারণ সরকারের ব্যর্থতা, জোর-জবরদস্তি করে ডাকাতের মতো ক্ষমতা ধরে রাখা। আর বিশ্বে ভাবমূর্তি দেখানোর জন্য শেখ হাসিনা দেখাচ্ছেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাত হলেও তিনি কঠোর হাতে দমন করতে পারেন। তার মানে কুমিল্লার ঘটনা পরিকল্পিত, ষড়যন্ত্রমূলক এবং চক্রান্তমূলক।

বিজ্ঞাপন

এশিয়ার মধ্যে চালের দাম এখন বাংলাদেশে সবচেয়ে বেশি বলেও দাবি করেন এই বিএনপি নেতা। তিনি বলেন, পেঁয়াজ, মরিচ, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে। এসব জিনিসে হাত দিলে এখন বৈদ্যুতিক শক খেতে ঞয়। গ্যাস ও পানির দাম বাড়ানো হয়েছে। সরকার এগুলোর দাম নিয়ন্ত্রণ করা দূরে থাক, সরকারের লোকরা সিন্ডিকেট করে এগুলোর দাম বাড়াচ্ছে। চারিদিকে ধিক্কার উঠছে। মানুষ ছি ছি করছে।

তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই, কথা বলার স্বাধীনতা নেই, নির্বাচন নেই। শেখ হাসিনা লাগামহীনভাবে দ্রব্যমূল্যের দাম বাড়িয়েই চলেছেন। কারণ তার লোকদের পকেট যেন ভরে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী কেন্দ্রীয় সদস্য আবু নাসের রহমাতুল্লাসহ অন্যরা।

সারাবাংলা/এসজে/টিআর

টপ নিউজ রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর