Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈশ্বরদীতে দুর্ঘটনায় ট্রাক-মোটরসাইকেল-ভ্যান, নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২১ ১৩:২৫ | আপডেট: ১৫ অক্টোবর ২০২১ ১৮:১১

পাবনা: পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (১৫ অক্টোবর) সকালে সাহাপুর ইউনিয়নের ছিলিমপুর শালবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- পাবনা সদরের ছাতিয়ানির বাসিন্দা আসিফ উজ জামান (৩০), ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের বাঁশেরবাদা গ্রামের মনসুর আলী খাঁ (৩৫) ও একই ইউনিয়নের চর আওতাপাড়া গ্রামের সাইফুল শাহ (৫৫)।

বিজ্ঞাপন

জানা গেছে, মোটরসাইকেল এবং ব্যাটারিচালিত ভ্যানটি পাবনা শহর থেকে রূপপুরের দিকে থেকে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের চালক ও যাত্রী মারা যান। গুরুতর অবস্থায় মোটরসাইকেল চালককে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক, ভ্যান ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সারাবাংলা/এএম

টপ নিউজ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

লজ্জার হারে বিধ্বস্ত আনচেলত্তি
১৩ জানুয়ারি ২০২৫ ১৩:১০

আরো

সম্পর্কিত খবর