Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিজবুল্লাহর মিছিলে হামলায় নিহত ৬, গ্রেফতার ৯

আন্তর্জাতিক ডেস্ক
১৪ অক্টোবর ২০২১ ২৩:১৫ | আপডেট: ১৪ অক্টোবর ২০২১ ২৩:৩২

লেবাননের রাজধানী বৈরুতে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মিছিলে হামলা ও সংঘর্ষের ঘটনায় ছয় জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। এ ঘটনায় লেবানিজ সামরিক বাহিনী ৯ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার ৯ জনের মধ্যে একজন সিরিয়ার নাগরিক। উত্তপ্ত এই পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব মিকাত।

বিবিসি ও আল জাজিরার খবরে বলা হয়, গত বছর বৈরুত বন্দরে যে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল, সেই ঘটনার তদন্ত থেকে বিচারক তারেক বিতারের অপসারণের দাবিতে হিজবুল্লাহ বিক্ষোভ শুরু করে বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে। তারেক বিতারের বিরুদ্ধে তারা পক্ষপাতের অভিযোগ এনেছে। তাকে আমেরিকান দাস হিসেবেও অভিহিত করেছে। এক বছর পেরিয়ে গেলেও ২১৯ জনের প্রাণ কেড়ে নেওয়া ওই বিস্ফোরণের ঘটনার জন্য কাউকে অভিযুক্ত করা হয়নি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে হিজবুল্লাহর সঙ্গে বিক্ষোভে যোগ দেয় রাজনৈতিক দল আমাল মুভমেন্টও। কালো পোশাক পরে বৈরুতের জাস্টিস প্যালেসের সামনে বিক্ষোভ করার সময়ই তাদের ওপর হামলা হয়। স্থানীয়রা বলছেন, এসময় আশপাশের একাধিক ভবন থেকে গুলির শব্দ পাওয়া গেছে। এর খুব অল্প সময়ের মধ্যেই সেখানে সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত হন।

এ হামলার ঘটনায় হিজবুল্লাহ ডানপন্থি দল খ্রিষ্টান লেবানিজ ফোর্সেস পার্টিকে দায়ী করছে। তবে এই দলটির পক্ষ থেকে এ বিষয়ে কিছু বলা হয়নি। খ্রিষ্টান লেবানিজ ফোর্সেস পার্টির বিরুদ্ধে হিজবুল্লাহও সুনির্দিষ্ট কোনো তথ্যপ্রমাণ দেখাতে পারেনি।

লেবানিজ রেড ক্রিসেন্ট বলছে, হিজবুল্লাহর কর্মসূচিতে হামলার ঘটনায় কমপক্ষে ছয় জন মারা গেছেন। আহত হয়েছেন অনেকে। পরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

লেবাননের সেনাবাহিনী বিবৃতিতে বলছে, হামলা ও সংঘর্ষের খবর জানার পরপরই সেনাবাহিনী ঘটনাস্থলটি ঘিরে নিয়েছে। ঘটনাস্থল, এর আশপাশের এলাকা ও প্রবেশপথগুলোতে সেনাসদস্যদের মোতায়েন করা হয়েছে। রাস্তায় রাস্তায় শুরু হয়েছে সেনা টহল। একইসঙ্গে হামলায় জড়িতদের খুঁজে বের করতেও অভিযান চলছে। এরই মধ্যে ৯ জনকে আটকও করার তথ্য পাওয়া গেছে।

চলমান পরিস্থিতিতে শান্তি বজায় রাখতে সবার সহায়তা কামনা করে টুইট করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাত। তিনি বলেছেন, শহরকে শান্ত রাখতে সেনাবাহিনী মাঠে কাজ করছে। হামলাকারীদের আটকের পাশাপাশি বিচারের মুখোমুখি করার চেষ্টা চলছে।

এদিকে, লেবাননের এই সহিংস পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। এক টুইটে সংস্থাটির বিশেষ সমন্বয়কারী জোয়ানা রোনেকা উদ্বেগ জানিয়ে লিখেছেন, এই মুহূর্তে সর্বোচ্চ সংযম দেখাতে হবে। পাশাপাশি দেশটিতে শান্তি পুনরুদ্ধার ও নাগরিকদের সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করতে হবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে।

সারাবাংলা/টিআর

টপ নিউজ বৈরুত বিস্ফোরণ হিজবুল্লাহর বিক্ষোভ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর