Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২১ ২৩:২০

প্রতীকী ছবি

সুনামগঞ্জ: দিরাই-শ্যামারচর রাস্তার রাজানগর ইউনিয়নের কালিনগরে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় অপর একজন গুরুতর আহত হয়েছেন। তবে নিহত ও আহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিরাই উপজেলার শ্যামারচর এলাকা থেকে নিজ বাড়ি বিশ্বম্ভরপুর উপজেলায় যাওয়ার পথে হটাৎ করে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কালিনগর এলাকার রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায় ও একজন গুরুতর আহত হয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং অপরজনকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল রহমান ঘটনার সারাবাংলাকে সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং দু’জনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

সারাবাংলা/এমও

যুবকের মৃত্যু সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর