Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পূজা মণ্ডপে খালেদা জিয়ার শুভেচ্ছা পৌঁছে দিলেন ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২১ ২৩:০৩

ঢাকা: হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের মহানবমীর দিন সন্ধ্যায় ঢাকেশ্বরীসহ তিনটি পূজা মণ্ডপে গিয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শুভেচ্ছা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেলে প্রথমে কেরানীগঞ্জে কোন্ডা ইউনিয়নের মির্জাপুর গ্রামে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ‘রায় বাড়ি’ পূজা মণ্ডপে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। সেখানে হিন্দু সম্প্রদায়ের লোকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খালেদা জিয়ার পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব। এরপর সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি।

বিজ্ঞাপন

হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা হাজার বছর ধরে অত্যন্ত শান্তিপূর্ণভাবে বাস করে আসছি। আমরা আজ এখানে আপনাদের আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে এসেছি। আমরা সবসময় আপনাদের সাথে আছি এবং থাকব।’

কুমিল্লাসহ বিভিন্ন স্থানে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বিশ্বাস করি, বাংলাদেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতি হাজার বছর ধরে চলে আসছে। আমরা হিন্দু-বৌদ্ধ-মুসলাম-খৃষ্টানসহ সব ধর্মাবলম্বীরা একসঙ্গে বসবাস করছি। আমরা এ দেশে কখনো সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেইনি— এটি আমরা বড় গলায় বলতে পারি।’

মির্জা ফখরুল বলেন, ‘কয়েকটি ঘটনা ঘটেছে। এইসব যারা ঘটিয়েছে তারা এ দেশে অশান্তি সৃষ্টি করতে চায়। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে প্রকৃত অপরাধীদেরকে গ্রেফতার করে আইনি ব্যবস্থায় আনার দাবি জানাচ্ছি।’

বিজ্ঞাপন

এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির সভাপতি আবদুস সালাম, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান কল্যাণ ফ্রন্টের নেতা গৌতম চক্রবর্তী, গণফোরামের সাবেক নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সারাবাংলা/এজেড/টিআর

খালেদা জিয়ার শুভেচ্ছা পূজা মণ্ডপে শুভেচ্ছা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শারদীয় শুভেচ্ছা

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর