মুখে কালো কাপড় বেঁধে দুর্গোৎসবে হামলার প্রতিবাদ
১৪ অক্টোবর ২০২১ ২১:৪৯ | আপডেট: ১৪ অক্টোবর ২০২১ ২২:৫৪
দেশব্যাপী চলমান শারদীয় দুর্গোৎসবে মণ্ডপে হামলা ও প্রতিমা ভাঙচুরের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসব ঘটনায় অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। সমাবেশে শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে উপস্থিত হয়েছিলেন।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক ‘মৌন প্রতিবাদ সমাবেশে’র আয়োজন করেন শিক্ষার্থীরা।
দেশের বিভিন্ন অঞ্চলে পূজা মণ্ডপে হামলার প্রতিবাদে প্রতিবাদ সভায় ডাকসুর সাবেক সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
প্রতিবাদ সভায় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী এস এম রাকিব সিরাজী বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বাঙালির চিরাচরিত অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করি। আমাদের সংবিধান দেশের সব মানুষকে নিজ ধর্ম পালন করার স্বাধীনতা দিয়েছে।
সমাবেশে দেশের বিভিন্ন স্থানে দুর্গাপূজায় প্রতিমা ভাঙচুর ও ধর্মকে অবমাননা করে যারা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্টের চেষ্টা করেছে, তাদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা। বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
সারাবাংলা/আরআইআর/টিআর