Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২১ ২০:১১ | আপডেট: ১৪ অক্টোবর ২০২১ ২২:১৪

ঢাকা: গ্রাহকদের অর্থ হাতিয়ে নেওয়া এহসান গ্রুপের ৮ প্রতিষ্ঠান ও ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম, জেএমআর ডিজিটাল ইন্টারন্যাশনালসহ মোট ১০ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। পাশাপাশি স্থগিত করা হয়েছে এসব প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ৮ ব্যক্তির ব্যাংক হিসাবও।

বুধবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এই ব্যাংক হিসাবগুলো স্থগিত করেছে। বিএফআইইউর পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধিত-২০১৫) সালের ২৩ (১) (গ) ধারার ক্ষমতা বলে ব্যাংক হিসাবগুলো ৩০ কার্যদিবসের জন্য স্থগিত থাকবে। ফলে এসব প্রতিষ্ঠান ও ব্যক্তির ব্যাংক হিসাব থেকে আর কোনো টাকা উত্তোলন করা যাবে না।

হিসাব স্থগিত করা প্রতিষ্ঠানগুলো হলো- এহসান গ্রুপ, এহসান রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স, এহসান এমসিএস লিমিটেড, এহসান মাল্টিপারপাস কো অপারেটিভ, নুরে মদিনা ইন্টারন্যাশনাল ক্যাডেট একাডেমি, মেসার্স নুর জাহান ইন্টারন্যাশনাল ক্যাডেট একাডেমি, মেসার্স আল্লারদান বস্ত্রালয়, মেসার্স পিরোজপুর বস্ত্রালয়, কিউকম লিমিটেড ও জেএমআর ডিজিটাল ইন্টারন্যাশনালের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে।

অন্যদিকে এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব আহসান ও তার ভাই আবুল বাশার খান শামীম এহসানসহ হিসাব স্থগিত করা তালিকায় রয়েছে মাহমুদুল হাসান, সালমা হাসান, সুমনা হক রানী, সাইফুল হক এবং কিউকমের মালিক রিপন মিয়ার নাম।

এ ছাড়াও এদিন পুলিশের পরিদর্শক সোহেল রানাসহ আরও ১৯ জনের হিসাব তলব করা হয়েছে। এ সব ব্যক্তির হিসাব খোলার ফরম, কেওয়াইসি প্রোফাইল, শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণীও পাঠাতে হবে।

বিজ্ঞাপন

হিসাব তলব করা ব্যক্তির মধ্যে রয়েছে ই-অরেঞ্জের সঙ্গে সংশ্লিষ্ট পুলিশের পরিদর্শক গ্রেফতার হওয়া শেখ সোহেল রানা, সোনিয়া মেহজাবিন, ই-অরেঞ্জের মালিক বিথী আক্তার, এমএম ইস্পাহানির এক্সিকিউটিভ মোমেনা আক্তার মাসুমা, গ্রুপ ১৯৭১ এর পরিচালক নাজমা সুলতানা পিয়া, মোহাম্মদ জায়েদুল ফিরোজ, অনিরুদ্ধ রাজবংশী, প্রতিমা রাজবংশী, শুভাশিস রাজবংশী, জোছনা রাজবংশী, আতিকুল ইসলাম, লিপি ইসলাম, মোর্শেদা আক্তার রতনা, নিলুফা বেগম, মিজানুর রহমান, রেহেনা আক্তার, জিনাত ফাতেমা, আসানুল আজিম এবং নাসিম।

সারাবাংলা/জিএস/একে

ই-কমার্স প্রতারণা ব্যাংক হিসাব লেনদেন স্থগিত