Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুক্রবার মসজিদ-মন্দিরে খালেদা জিয়ার জন্য প্রার্থনা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২১ ২০:৪৬

ঢাকা: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় শুক্রবার সারাদেশে মসজিদ-মন্দির, গির্জা-প্যাগোডায় বিশেষ প্রার্থনা কর্মসূচি ঘোষণা করেছে তার দল।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির উদ্যোগে শুক্রবার (১৫ অক্টোবর) বাদ জুম’আ দেশব্যাপী মসজিদে মসজিদে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। একইদিন অন্যান্য ধর্মের উপাসনালয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হবে।

বিএনপি ও দলটির অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী এবং দেশবাসীকে দোয়া-মোনাজাত ও প্রার্থনায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয় বিবৃতিতে।

উল্লেখ্য, নিয়মিত চেকআপ-এর জন্য বুধবার বিকেল ৪ টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্ব গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। তিনি বর্তমানে সেখানেই ভর্তি আছেন।

সারাবাংলা/এজেড/পিটিএম

খালেদা জিয়া

বিজ্ঞাপন

এক বছর পর ভারত দলে ফিরলেন শামি
১১ জানুয়ারি ২০২৫ ২২:৩৮

আরো

সম্পর্কিত খবর