Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধভাবে ২৫২ কোটি টাকার পাথর উত্তোলন, দুদকের মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২১ ২০:২২

ঢাকা: অবৈধভাবে পাথর উত্তোলন করে ২৫২ কোটি ৫৫ লাখ ৯০ হাজার টাকার সরকারি সম্পদ আত্মসাৎ করেছে মেসার্স বশির কোম্পানির মালিক মোহাম্মদ আলী। আর এই সম্পদ আত্মসাৎ করায় তার নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুর্নীতি দমন কমিশন সিলেটের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুদকের জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদেক সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেসার্স বশির কোম্পানির মালিক মোহাম্মদ আলী সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চিকাঢুরা মৌজার শাহ আরেফিন টিলার ৬১ একর জায়গা পাথর উত্তোলনের জন্য ইজারা নেন। কিন্তু তিনি প্রভাব খাটিয়ে ১৩৭ দশমিক ৫০ একরজুড়ে অবস্থিত সম্পূর্ণ টিলা থেকে ২৫২ কোটি ৫৫ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ৬ লাখ ২৮ হাজার ৭৫০ ঘনফুট সরকারি পাথর অবৈধ উপায়ে উত্তোলন করেন। ফলে সরকারি সম্পদ আত্মসাৎ করায় তার নামে মামলা হয়েছে।

সারাবাংলা/এসজে/পিটিএম

টপ নিউজ দুদক মামলা সরকারি পাথর উত্তোলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর