Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনা ব্যাংক কর্মকর্তাদের স্বাস্থ্যপরীক্ষা কর্মসূচির উদ্বোধন

সারাবাংলা ডেস্ক
১৪ অক্টোবর ২০২১ ১৯:০২

ঢাকা: যমুনা ব্যাংকের কর্মকর্তাদের দিনব্যাপি স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির উদ্বোধন করেছেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ। সম্প্রতি যমুনা ব্যাংক টাওয়ারে ইউনাইটেড হাসপাতালের সার্বিক তত্ত্বাবধানে এই কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. ফজলুর রহমান চৌধুরী, ইউনাইটেড হাসপাতালের কমিউনিকেশন অ্যান্ড বিজনেজ ডেভলপমেন্টের জিএম মাসুদ আহমেদসহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞাপন

এসময় যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, ‘আগামী বছর ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে ঠোঁট কাটা, তালুকাটা অসহায় গরীব রোগীদের দুই সপ্তাহব্যাপি নেদারল্যান্ডের চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। এই চিকিৎসা সেবা পেতে আগ্রহী রোগীদের যমুনা ব্যাংকের যেকোনো শাখায় যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে।

সারাবাংলা/এমও

যমুনা ব্যাংক স্বাস্থ্যপরীক্ষা কর্মসূচি

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর