Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুভেচ্ছা সফরে যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ বাংলাদেশে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২১ ১৮:৩৬ | আপডেট: ১৪ অক্টোবর ২০২১ ১৮:৪৩

চট্টগ্রাম ব্যুরো: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে যুক্তরাজ্যের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘এইচএমএস কেন্ট’। জাহাজটি ৫ দিন বাংলাদেশে থাকবে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে যুক্তরাজ্যের জাহাজটি চট্টগ্রাম বন্দরের জেটিতে এসে পৌঁছায় নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এস এম মঈন উদ্দীন জাহাজের অধিনায়ককে স্বাগত জানান। এসময় যুক্তরাজ্য দূতাবাস ও বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাঁচদিন অবস্থানকালে সফরকারী জাহাজের অধিনায়ক এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের প্রতিরক্ষা উপদেষ্টা নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান এবং সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এছাড়া জাহাজটির কর্মকর্তা ও নাবিকরো বাংলাদেশ নেভাল একাডেমি, ওয়ার সিমেট্রি, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য নৌবাহিনীর প্রতিষ্ঠিত আশার আলো স্কুল ও পুনর্বাসন কেন্দ্র এবং চট্টগ্রামের বিভিন্ন নৌ ও দর্শনীয় স্থাপনা ঘুরে দেখবেন।

এর আগে, জাহাজটি দেশের জলসীমায় পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ আবু বকর স্বাগত জানায়। ৩২ জন কর্মকর্তা, ১৮৭ জন নাবিক ও ৩ জন বেসামরিক সদস্য নিয়ে জাহাজটি বাংলাদেশে এসেছে। জাহাজটি আগামী ১৮ অক্টোবর বাংলাদেশ ছেড়ে যাবে।

সারাবাংলা/আরডি/এমও

নৌবাহিনীর যুদ্ধজাহাজ যুক্তরাজ্যের জাহাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর