Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপপ্রয়াসে লিপ্তদের কঠোরভাবে মোকাবিলা করা হবে: কৃষিমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২১ ১৮:০৮

ফাইল ছবি

ঢাকা: দুর্গাপূজাকে কেন্দ্র করে অপপ্রয়াসে লিপ্তদের কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, ‘দেশে দুর্গাপূজাকে কেন্দ্র করে যারা অপপ্রয়াস চালাচ্ছে, অস্থিতিশীলতা সৃষ্টি ও আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে চাচ্ছে, তাদের কঠোরভাবে মোকাবিলা করা হবে। তাদের অপপ্রয়াস ব্যর্থ হবে।’

সোমবার (১৪ অক্টোবর) টাঙ্গাইলের ধনবাড়ীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে হিন্দু ধর্মালম্বীদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘দেশে কিছু দল আছে যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে, রাষ্ট্রক্ষমতা দখল করতে চায় ও অর্থবিত্ত অর্জন করতে চায়। তাদের কোনো আদর্শ নেই, নীতি নেই। এই সাম্প্রদায়িক শক্তি বার বার বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির উপর আঘাত করেছে ও শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করেছে। এরাই মুক্তিযুদ্ধের সময় ধর্মের নামে লাখ লাখ মানুষকে হত্যা করেছিল।’

ড. রাজ্জাক আরও বলেন, ‘কুমিল্লার ঘটনায় জড়িত ও দোষীদের খুঁজে বের করা হবে এবং তাদের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। কুমিল্লার ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা। সার্বিকভাবে সারা দেশে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনায় দুর্গোৎসব পালিত হচ্ছে।’

পরিদর্শনকালে ধনবাড়ী উপজেলার স্থানীয় কর্মকর্তা ও নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইএইচটি/এমও

আব্দুর রাজ্জাক কৃষিমন্ত্রী মোকাবিলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর