Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাখিলের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু ২৪ নভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২১ ১৭:৫১

ঢাকা: আগামী ২৪ নভেম্বের থেকে ৩০ নভেম্বরের মধ্যে দাখিলের ৬ষ্ঠ শ্রেণি থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা এবং ১০ম শ্রেণির শিক্ষার্থীদের প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) পরীক্ষার এ সময়সূচি প্রকাশ করে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

কুরআন মাজিদ ও তাজভিদ, বাংলা, ইংরেজি এবং সাধারণ গণিত বিষয়ে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে। ৫০ নম্বরের প্রশ্নপত্রে ১ ঘণ্টা ৩০মিনিট পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নির্ধারিত বিষয়সমূহে যেসব অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সে সব অধ্যায় এবং গত ১২ সেপ্টেম্বর থেকে শ্রেণিকক্ষে যে সব অধ্যায়ের ওপর পাঠ দেওয়া হয়েছে তা হবে দাখিল ৬ষ্ঠ থেকে দাখিল ১০ম শ্রেণির সিলেবাস।

প্রত্যেক শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে চলমান সব বিষয়ের আসাইনমেন্টের ওপর ৪০ নম্বর যোগ করতে হবে এবং পরিস্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর ১০ নম্বর যোগ করে মোট ১০০ নম্বরের মূল্যায়ন রিপোর্ট দেওয়া হবে।

২০২১ শিক্ষাবর্ষে এছাড়া অন্য কোনো পরীক্ষা নেওয়া যাবে না।

সারাবাংলা/টিএস/এমও

দাখিল বার্ষিক পরীক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর