তৃতীয় ধাপে ২৫ জেলার ৩১ ইউপিতে ভোট হবে ইভিএমে
১৪ অক্টোবর ২০২১ ১৭:৩৪
ঢাকা: দশম ইউনিয়ন পরিষদের (ইউপি) তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযাযী আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ১০০৭ ইউনিয়ন পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৫ জেলার ৩১টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) নির্বাচন কমিশন সভায় অনুমোদনের পর এ ধাপের ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। এর আগে, সকালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ২ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর। ভোটগ্রহণ হবে ২৮ নভেম্বর।
যে ৩১ ইউপিতে ইভিএমে ভোট
বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন, গাইবান্ধার পলাশপুরের মহদীপুর, কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার পেকুয়া সদর, নোয়াখালির সেনবাগ ছাতারপাইয়া, চট্রগ্রামে জেলার হাটহাজারি চিকনদন্ডী, রাঙ্গুনিয়ার লালানগর, রাউজানের বাগরয়াল, লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ও নোয়াগাঁও, কুমিল্লা জেলার হোমনার ঘাগুটিয়া, দাউদকান্দির বিটেশ্বর।
এছাড়াও চাঁদপুর জেলার মতলব দক্ষিণের নায়েরগাঁও উত্তর, ফেনী জেলার পরশুরাম উপজেলার মির্জানগর, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বীরগাও,সরাইলের সরাইল সদর, সুনামগঞ্জ জেলা সদরের জাহাঙ্গীরনগর, মৌলবীবাজার জেলার বড়লেখা উপজেলার বড়লেখা ইউনিয়ন, নওগা জেলার বদনগাছী উপজেলার পাহাড়পুর, চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালভাঙ্গা, পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলার রাধানগর। ঠাকুরগাঁও জেলার বালিয়াকান্দি উপজেলার বড়পলাশপুর।
অন্যদিকে, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার মুকুন্দুপুর, পাবনা জেলার ইশ্বরদি উপজেলার শাহপুর, ঢাকা জেলার কেরানিগঞ্জ উপজেলার শুভ্যাটা, যশোর জেলার বাঘারপাড়া উপজেলার রায়পুর, কুড়িগ্রাম জেলার নাগশ্বরীর সন্তোষপুর, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার তাড়াটি, মাদারীপুর জেলার সদর উপজেলার ঝাউদি, নঁওগা জেলার বদলগাছী উপজেলার বদরগাছী সদর, মান্দা উপজেলার মান্দা এবং বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার পাথরঘাটা ইউনিয়নে ইভিএমে ভোট হবে।
নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এ সংবাদ ব্রিফিংয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, এনআইডি ডিজি এ কে এম হুমায়ুন কবীর, যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান ও জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
সারাবাংলা/জিএস/এমও