Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‌্যাবিটহোলে বিশ্বকাপের খেলা দেখতে পেমেন্ট করা যাবে বিকাশে

সারাবাংলা ডেস্ক
১৪ অক্টোবর ২০২১ ১৬:০৬ | আপডেট: ২১ মে ২০২২ ১৫:৫৬

ঢাকা: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সব খেলা সরাসরি দেখাবে দেশের জনপ্রিয় অ্যাপ ও ওয়েব প্ল্যাটফর্ম র‍্যাবিটহোল। এর জন্য থাকছে দৈনিক ও মাসিক প্যাকেজ। সেসব প্যাকেজ কিনতে সহজেই পেমেন্ট করা যাবে বিকাশে। সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে র‍্যাবিটহোল ও বিকাশের মধ্যে এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে।

র‌্যাবিটহোলের সহপ্রতিষ্ঠাতা ও টপ অব মাইন্ডের গ্রুপ চেয়ারম্যান জিয়াউদ্দিন আদিল, বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী ও চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এই চুক্তির ফলে, বিকাশে পেমেন্ট করে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম র‍্যাবিটহোল টি-২০ বিশ্বকাপের সব খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা। র‍্যাবিটহোলের অ্যাপে বিকাশে পেমেন্ট করে মাসিক ৯৯ টাকার প্যাকেজ কিংবা দৈনিক ২০ টাকার প্যাকেজ কিনে খেলা দেখার সুযোগ থাকছে। প্যাকেজ নির্বাচন করে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) ও পিন দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে।

এবারের টি-২০ বিশ্বকাপে ডিজিটাল ব্রডকাস্টার হিসেবে বাংলাদেশ থেকে অফিসিয়াল সম্প্রচারের স্বত্ব পেয়েছে র‍্যাবিটহোল। এই অ্যাপের মাধ্যমে বাংলাদেশে এক্সক্লুসিভভাবে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা সরাসরি দেখা যাবে, থাকবে হাইলাইটস দেখার সুযোগও। বিকাশ পেমেন্টের মাধ্যমে মাসিক প্যাকেজ সাবস্ক্রাইব করলে সেই একই প্যাকেজ দিয়েই বিশ্বকাপের সব খেলার সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলাও দেখতে পারবেন বাংলাদেশের দর্শকরা।

২০১৭ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সব ম্যাচ সরাসরি সম্প্রচারের মাধ্যমে যাত্রা শুরু করেছিল দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম র‍্যাবিটহোল। অ্যাপের মাধ্যমে যাত্রা শুরু করলেও পরবর্তী সময়ে ইউটিউব চ্যানেল ‘র‍্যাবিটহোলবিডি স্পোর্টস’ এবং ২০১৮ সালে শুরু হওয়া ‘র‍্যাবিটহোলবিডি ডটকম’ ওয়েবসাইট থেকে র‌্যাবিটহোল সব ধরনের খেলা সরাসরি সম্প্রচার করে আসছে।

বিজ্ঞাপন

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

সারাবাংলা/একেএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর