Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৮ নভেম্বর ১০ পৌরসভা নির্বাচন, ভোট ইভিএমে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২১ ১৫:২৯ | আপডেট: ১৪ অক্টোবর ২০২১ ১৭:১৫

ঢাকা: ১০ জেলার ১০টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর ১০টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ধাপে অনুষ্ঠিত সব কয়টি পৌরসভায় ইভিএমে ভোট নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে কমিশনের বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর। এদিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের ৮৭তম বৈঠক নির্বাচন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বৈঠক শেষে ইসি সচিব হুমায়ুন কবীর জানান, ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২ নভেম্বর পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৪ নভেম্বর, প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর। ভোটগ্রহণ হবে ২৮ নভেম্বর।

নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, এনআইডি ডিজি এ কে এম হুমায়ুন কবীর, যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান ও জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

যে ১০ পৌরসভায় নির্বাচন হবে

লক্ষীপুর জেলার লক্ষীপুর সদর, পাবনা জেলার বেড়া পৌরসভা, নোয়াখালী জেলার সেনবাগ, রংপুর জেলার পীরগঞ্জ, পটুয়াখালী জেলার গলাচিপা, টাঙ্গাইল জেলার ঘাটাইল, সিরাজগঞ্জ জেলার তাড়াশ, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, গাজীপুর জেলার কালিয়াকৈর এবং নীলফামারী জেলার নীলফামারী সদর পৌরসভা।

সারাবাংলা/জিএস/পিটিএম

২৮ নভেম্বর টপ নিউজ পৌরসভা নির্বাচন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর