Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মাসেতু থেকে গ্রেফতার ভারতীয় ৬ দিনের রিমান্ডে

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২১ ১৫:২৮ | আপডেট: ১৪ অক্টোবর ২০২১ ১৫:২৯

মুন্সীগঞ্জ: জেলার লৌহজং উপজেলার পদ্মাসেতু এলাকা থেকে গ্রেফতার সন্দেহভাজন ভারতীয় নাগরিক উপেন্দ্র পাসওয়ানের (৪৫) ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় মুন্সীগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিকে হাজির করলে বিচারক আরফাতুল রাকিব তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ ব্যাপারে লৌহজং থানার পরিদর্শক মো. রাসেল মিয়াঁ জানান, বুধবার বিকালে গ্রেফতার আসামিকে মুন্সীগঞ্জ আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। এরপর বিচারক বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করে।

এদিকে, গ্রেফতার উপেন্দ্র তার বাবার নাম বিন্দাশ্রী পাসওয়ান বলে দাবি করেছেন। তিনি ভারতের বিহার থেকে এসেছেন। আদালতে কেনো এদেশে এসেছেন জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি। প্রকৃত রহস্য তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে পদ্মাসেতু এলাকা থেকে সেনাবাহিনীর সদস্যরা আসামিকে আটক করে লৌহজং থানায় হস্তান্তর করে।

সারাবাংলা/একেএম

পদ্মাসেতু ভারতীয় নাগরিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর