মিরসরাইয়ে স্বামী-স্ত্রীসহ ৩ জনকে কুপিয়ে হত্যা
১৪ অক্টোবর ২০২১ ০৯:০২ | আপডেট: ১৪ অক্টোবর ২০২১ ১১:৫৮
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার উত্তর সোনাপাহাড় গ্রামের মোস্তফা সওদাগরের বাড়িতে স্বামী-স্ত্রীসহ তিনজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বড় ছেলে সাদ্দাম হোসেনকে (২৮) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে। জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন এই তথ্য জানান।
নিহতরা হলেন- মো. মোস্তফা সওদাগর (৫৬), তার স্ত্রী জোসনারা বেগম (৪৫) এবং তাদের ছোট ছেলে আহামদ হোসেন (২৫)।
এ বিষয়ে হেলাল উদ্দিন বলেন, জোরারগঞ্জ থানার উত্তর সোনাপাহাড় গ্রামের আজ (বৃহস্পতিবার) ভোর ৪টার দিকে মো. মোস্তফা সওদাগর, তার স্ত্রী জোসনা আরা বেগম (৪৫) ও ছোট ছেলে আহামদ হোসেনকে (২৫) কুপিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে সকালে পুলিশ গিয়ে দেখে, নিহত মোস্তফার বড় ছেলে সাদ্দাম হোসেন ও তার স্ত্রী আইনুন নাহার (২৩) ওই ঘরে আছে। এ সময় সাদ্দামের শরীরে রক্তমাখা ছিল। তবে তার গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি এবং তার স্ত্রী এলোমেলো কথা বলছিলেন।
তিনি আরও জানান, জিজ্ঞাসাদের সাদ্দাম হোসেনকে আটক করেছে পুলিশ। পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনটি মৃতদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হচ্ছে।
সারাবাংলা/আরডি/এনএস