Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৭৮ নিউজ পোর্টাল বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২১ ২২:২২ | আপডেট: ১৪ অক্টোবর ২০২১ ১০:০৫

ঢাকা: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে তালিকা দেওয়ার পর ১৭৮টি নিউজ পোর্টাল বন্ধ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তবে তালিকায় থাকা নিউজ হান্ট বন্ধ হয়নি। বুধবার (১৩ অক্টোবর) বিটিআরসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিটিআরসির কমিশনার এ কে এম শহীদুজ্জামান সারাবাংলাকে বলেন, ‘সরকারের নিবন্ধন নেয়নি, অনুমোদনহীন এমন নিউজ পোর্টাল বন্ধে আমাদের কাজ চলমান রয়েছে। তালিকা ধরে কিছু কিছু অনলাইন পোর্টাল বন্ধ করা হচ্ছে।‘

বিজ্ঞাপন

এদিকে, রোববার (১০ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ দেলোয়ার হোসেনের সই করা এক চিঠির মাধ্যমে ১৭৯টি পোর্টাল বন্ধের অনুরোধ করা হয়।

চিঠিতে অনিবন্ধিত ও অননুমোদিত ১৭৯টি অনলাইন নিউজ পোর্টালের ডোমেইন বরাদ্দ বাতিলসহ লিংক বন্ধের অনুরোধ করা হয়। পাশাপাশি নিউজ হান্ট (https://www.newstitunt corry.bxl/ অনলাইন পোর্টালটির লিংক বন্ধ না করে চালু রাখার জন্য নির্দেশ দেওয়া হয়। সেই চিঠির পরিপ্রেক্ষিতে বিটিআরসি অনলাইন পোর্টালগুলো বন্ধে পদক্ষেপ নেয়।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

টপ নিউজ নিউজ পোর্টাল বন্‌ধ