মিয়ানমারে বিদ্রোহীদের হামলায় ৩০ সেনার মৃত্যু
১৩ অক্টোবর ২০২১ ১৮:৩৭ | আপডেট: ১৩ অক্টোবর ২০২১ ১৮:৪২
মিয়ানমারের উত্তর-পশ্চিমে সাগাইং প্রদেশে সরকারি বাহিনী এবং পিপলস ডিফেন্স ফোর্সেসের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। এই সংঘর্ষে কমপক্ষে ৩০ সেনাসদস্যের মৃত্যুর খবর জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই।
রেডিও ফ্রি এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার পালে টাউনের কাছে সংঘর্ষে মিয়ানমারের ৩০ সেনা সদস্য মারা গেছেন। নিহতদের মধ্যে সেনাবাহিনীর এক কমান্ডারও রয়েছেন।
বিদ্রোহী বাহিনীর এক মুখপাত্র বলছেন, পথে ল্যান্ডমাইন বিছিয়ে রেখে তারা সেনাবাহিনীর ওই বহরকে আক্রমণ করেন। ওই বহরে একজন কমান্ডার ছিলেন।
এদিকে, গণতন্ত্রের দাবিতে বিক্ষোভে উত্তাল মিয়ানমার। সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ দেখাচ্ছেন গণতন্ত্রকামী মানুষ। এমন পরিস্থিতিতে মিয়ানমারের জান্তা সরকারের ওপর চাপ বাড়িয়ে যুদ্ধ ঘোষণা করে মিয়ানমারের সমান্তরাল ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট।
এর আগে, ১ ফেব্রুয়ারি অং সান সু চির নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল এনএলডিকে উৎখাত করেছিল মিয়ানমারের সামরিক বাহিনী। সে সময় তারা সু চির দলের বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতির অভিযোগ আনে এবং সু চিসহ দেশটির প্রেসিডেন্টকে বন্দি করেছিল। তবে, জালিয়াতির অভিযোগ উড়িয়ে দিয়েছিল দেশটির নির্বাচন কমিশন। এ অবস্থায় জান্তাকে অবৈধ ঘোষণা দিয়ে একটি ছায়া সরকার গড়ে তোলেন মিয়ানমারের রাজনীতিবিদরা। যার বেশির ভাগ সদস্যই এনএলডির। জাতীয় ঐক্য সরকার (এনইউজি) নাম দিয়ে এটিকেই মিয়ানমারের বৈধ সরকার বলে দাবি করেন তারা।
আর মিয়ানমারের জাতীয় ঐক্য সরকারের সশস্ত্র সংগঠন হলো পিপলস ডিফেন্স ফোর্সেস। অবশ্য মিয়ানমার জান্তা এটিকে সন্ত্রাসী বলে ঘোষণা দিয়েছে। যার অর্থ, তাদের সঙ্গে যে কেউ আলাপ করলে বা যোগাযোগ রাখলেই বন্দি হতে পারেন।
সারাবাংলা/একেএম