নারীরাই নেতৃত্ব দিচ্ছেন পূজায়
ফটো করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২১ ১৭:৫৮
১৩ অক্টোবর ২০২১ ১৭:৫৮
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম এনায়েত বাজারের গোয়ালপাড়া পুকুর পাড় এলাকায় মহিলা সংঘের উদ্যাগে উদযাপন করা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। আর সেই পূজার উদ্যোগ থেকে শুরু করে সব আয়োজনই করে যাচ্ছেন একদল নারী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) গোয়ালপাড়া পুকুর পাড়ের দুর্গা মন্দিরে গিয়ে দেখা যায়, নারীদের আনাগোনায় মুখর পূজা মণ্ডপ। আয়োজকরা জানালেন, মন্দিরে মাটি আনা থেকে শুরু করে পূজার চাঁদা তোলা, মণ্ডপের সাজসজ্জা, সাউন্ড ঠিক করা— সবকিছুই করছেন নারীরাই।
পূজা কমিটির সভাপতি মিনা চৌধুরী সারাবাংলাকে বলেন, পূজা করার সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে আর্থিক সংকট। অর্থ পেতে বিভিন্ন জায়গায় ধরনা দিতে হচ্ছে আমাদের। প্রতিবছর আমাদের এই পূজার আয়োজন যেন সফল হয়, সেই আবেদন করছি সমাজের বিত্তশালীদের কাছে।
সারাবাংলা/টিআর