Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নুরকে অব্যাহতি

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২১ ১৭:৪১ | আপডেট: ১৩ অক্টোবর ২০২১ ১৭:৪৩

নুরুল হক নুর, ফাইল ছবি

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় অব্যাহতির আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

বুধবার (১৩ অক্টোবর) বিকেলে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর দেওয়া প্রতিবেদন আমলে গ্রহণ করে এ আদেশ দেন।

গত ৩ অক্টোবর নুরের বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ পায়নি মর্মে প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক ফরিদা পারভীন।

উল্লেখ্য, ২০২০ সালের ২০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থী শিক্ষার্থী লালবাগ থানায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা। এজাহারে ধর্ষণে সহযোগিতাকারী হিসেবে নুরের নাম উল্লেখ করা হয়।

একই অভিযোগে গত বছরের ২১ সেপ্টেম্বর কোতয়ালী থানায় ছয়জনের বিরুদ্ধে আরেকটি মামলাটি করে ওই শিক্ষার্থী। মামলায় ওই তরুণীকে অপহরণের পর পারস্পরিক সহযোগিতায় ধর্ষণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে হেয় প্রতিপন্ন করার অভিযোগ আনা হয়।

সারাবাংলা/এআই/একে

টপ নিউজ ডিজিটাল আইন ভিপি নুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর