Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেপালে পাহাড়ি রাস্তা থেকে ছিটকে পড়ল বাস, নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর ২০২১ ০৯:১৭ | আপডেট: ১৩ অক্টোবর ২০২১ ১২:১০

ছবি: বিবিসি

নেপালের পিনাগাউন এলাকায় পাহাড়ি রাস্তা থেকে যাত্রীবাহী বাস ছিটকে পড়ে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। আরও অনেক আহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে নেপালগঞ্জ শহর থেকে মুগু জেলায় যাওয়ার পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

দেশটির পুলিশের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, বাসটি পাহাড়ি রাস্তা থেকে কয়েকশ মিটার নিচে পড়ে। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়রা বলছেন, বাসটির ব্রেক কাজ করছিল না।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে দাবি করা হয়, ঘটনাস্থলেই ২৪ জনের মৃত্যু হয়। বাকিদের মৃত্যু হয়েছে হাসপাতালে নেওয়ার পর। গুরুতর আহতদের মধ্যে ১৪ জনকে হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয়।

নেপাল ও ভারতের একটি ধর্মীয় উৎসব দশাইন, এই উৎসবে ফেরার পথে তাদের বহনকারী বাসটি দুর্ঘটনার শিকার হয়।

সারাবাংলা/এএম

নেপাল বাস খাদে

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর