এবার উভকামী সুপারম্যান: ডিসি কমিকস
১২ অক্টোবর ২০২১ ২২:১৩
যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ ও প্রাচীন কমিক প্রকাশনী সংস্থা ডিসি কমিকসের অন্যতম জনপ্রিয় চরিত্র সুপারম্যান। এবার তাদের অন্যতম জনপ্রিয় চরিত্র সুপারম্যান কমিকস বইয়ের পাতায় উভকামী (বাইসেক্সুয়াল) হিসেবে উপস্থিত হবেন। নতুন সুপারম্যান জোনাথান কেন্টকে উভকামী হিসেবে চিত্রিত করতে যাচ্ছে তারা।
৯ নভেম্বর প্রকাশিতব্য ‘সুপারম্যান: সন অব কাল-এল’ নামের বইটিতে পুরুষ বন্ধু রিপোর্টার যে নাকামুরার সঙ্গে রোমান্টিক সম্পর্কের দেখা যাবে নতুন সুপারম্যানকে।
এ ব্যাপারে লেখক টম টেইলরে বলেন, জনপ্রিয় সুপারম্যান চরিত্রটি সবসময় প্রত্যাশা, সত্য ও ন্যায়বিচারের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন তা আরও নতুন এক মাত্রা পাচ্ছে।
ডিসি কমিকস এর প্রধান ক্রিয়েটিভ অফিসার এবং প্রকাশক জিম লি বলেছেন, গল্পে বৈচিত্র নিয়ে তার কাজ করছেন। তার অংশ হিসেবেই এই প্রচেষ্টা। এখানে মানুষ নিজের পরিচয় খোঁজে। সুপারম্যানের মধ্যে নিজেদের দেখতে পেয়ে ভক্তরা তা উপভোগ করবে।
সারাবাংলা/একেএম