ডিজিটাল পেমেন্ট নিয়ে যমুনা ব্যাংক ও সার্কেল ফিনটেকের চুক্তি
১২ অক্টোবর ২০২১ ১৮:৫৭ | আপডেট: ১২ অক্টোবর ২০২১ ১৯:০৬
গ্রাহকদের আরও বেশি সুবিধাজনক ডিজিটাল পেমেন্ট সেবা দেওয়ার লক্ষ্যে চুক্তিবদ্ধ হয়েছে যমুনা ব্যাংক লিমিটেড ও সার্কেল ফিনটেক লিমিটেড। এই চুক্তির ফলে শিগগিরই ‘জাস্ট পে’ ব্যবহারকারীরা ডিজিটাল সার্ভিসের আওতায় মার্চেন্ট পয়েন্টে কিউআর বেইজড পেমেন্ট করার সুযোগ পাবেন।
যমুনা ব্যাংক থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি সই হয়।
যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দীন আহমেদ ও সার্কেল ফিনটেকের ব্যবস্থাপনা পরিচালক রেদওয়ান-উল করিম আনসারী নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধান হিসেবে চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী, ফজলে কাইয়ুম ও এ কে এম আতিকুর রহমান এবং এডিসি ডিভিশনের এসভিপি ও বিভাগীয় প্রধান মো. আব্দুস সোবহান এবং সার্কেল ফিনটেকের মার্কেটিং ম্যানেজার মো. মুকতাসিদ হক ছাড়াও দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ৎ
সারাবাংলা/টিআর