Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পারস্পরিক উৎসবে অংশগ্রহণ বাঙালির চিরায়ত ঐতিহ্য’

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২১ ১৮:১১

ফাইল ছবি: আ ফ ম বাহাউদ্দিন নাছিম

ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক উৎসবে অংশগ্রহণ বাঙালির চিরায়ত ঐতিহ্য। দেশ ও জাতির সব প্রয়োজনে অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি আমাদের ঐক্যবদ্ধ রেখেছে। এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘দুর্গাপূজা বাংলার হাজার বছরের চলমান ও বহমান উৎসব। এই আনন্দ আমাদের সকলের। এর সাথে আমাদের সংস্কৃতির একটি নিবিড় সম্পর্ক রয়েছে। এটি বাঙালির অসাম্প্রদায়িক নিদর্শন।’

তিনি বলেন, ‘আজ উৎসবের কমতি থাকলেও আনন্দের কমতি নেই। আয়োজনের কমতি থাকলেও উপস্থিতির কমতি নেই। এটাই হলো আমাদের বিশেষত্ব। বাংলার মানুষ সব অনন্দে অংশগ্রহণ করে। মুসলিমদের ঈদের উৎসবে হিন্দুরা পারিবারিক ও সামাজিকভাবে অংশ নেয়। এটাই আমাদের গৌরব।’

কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বাংলাদেশ অওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী ও অসাম্প্রদায়িক রাজনৈতিক দল। এটি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। অওয়ামী লীগ প্রগতিশীল চিন্তা-চেতনায় সমৃদ্ধ চলমান বিশ্বের বিজ্ঞানভিত্তিক রাজনৈতিক দল।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রতি বছর পূজার অনুষ্ঠানে অংশ নেন। তিনি দেশের বাইরে না থাকলে সব সময় পূজার অনুষ্ঠানে অসেন। গত বছর করোনার কারণে পূজার অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। কিন্তু তিনি সনাতন ধর্মেরভাই বোনদের সব সময় খোঁজ-খবর রাখেন। তার সঙ্গে আপনাদের একটি নিবিড় যোগাযোগ রয়েছে। তিনি আপনাদেরকে ইতোমধ্যে শুভেচ্ছা জানিয়েছেন।’

বিজ্ঞাপন

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘আমরা বাংলাদেশের সংস্কৃতি ও সকল ধর্মের মানুষকে নিয়ে এমন এক বাংলাদেশ করতে চাই যা হবে উন্নত, সমৃদ্ধ, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ গড়ার, কিন্তু তিনি তার স্বপ্ন পূরণ করে যেতে পারেননি। তার সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনেক লড়াই সংগ্রামের পর বাংলাদেশ আজ এগিয়ে চলছে। বিশ্বের উন্নত দেশ থেকে শুরু করে বিশ্ব সভায় শেখ হাসিনা আজ সম্মানিত হয়েছেন এবং তাকে পুরস্কৃত করা হয়েছে। যা বিশ্ব দরবারে বাংলাদেশকে বড় করে তুলেছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি সেলিম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা নির্মল গোস্বামী, সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জি, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্র নাথ মজুমদার, সাধারণ সম্পাদক কিশোর রঞ্জন মন্ডল প্রমুখ।

সারাবাংলা/এনআর/পিটিএম

আ ফ ম বাহাউদ্দিন নাছিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর