Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উখিয়ায় সেলিম গ্রুপের ৮ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২১ ১৬:৪৭ | আপডেট: ১২ অক্টোবর ২০২১ ১৮:৫৯

আটক রোহিঙ্গা সন্ত্রাসীরা

কক্সবাজার: উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে সেলিম গ্রুপের ৮ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, ১৩ নম্বর ক্যাম্পের আমির হোসেনের ছেলে এনায়েত উল্লাহ (২০), মৃত আব্দুল গফ্ফারের ছেলে মো. আরিফ উল্লাহ (২৩), আব্দুস সালামের ছেলে নুর মোহাম্মদ (২৯), ১৪ নম্বর ক্যাম্পের মৃত কাশিমের ছেলে রফিক (২১), ১৫ নম্বর ক্যাম্পের মৃত দিল মোহাম্মদের ছেলে মো. রফিক (২৫), একই ক্যাম্পের মাসুদ মিয়ার ছেলে ফিরোজ মিয়া (২২) এবং ১৯ নম্বর ক্যাম্পের মৃত শফিকের ছেলে আব্দুল আমিন (২৮)।

বিজ্ঞাপন

তাদের কাছ থেকে দা, হাসুয়া , শাবল সিমকার্ড, মোবাইল ফোন ও নোট বুক উদ্ধার করা হয়।

৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো.কামরান হোসেন জানান, সোমবার দিনগত গভীর রাতে উখিয়া উপজেলার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় একদল রোহিঙ্গা সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে জামতলী ক্যাম্পের ব্লক-ডি/১৩ অভিযান পরিচালনা করে। এ অভিযান সকাল পর্যন্ত চলে।

তিনি আরও বলেন, এনায়েত উল্লাহ, আব্দুল আমিন, নূর মোহাম্মদ, মো. রফিক, মো. আরিফ উল্লাহ আরসা’র অন্যতম নেতা আনাসের ঘনিষ্ঠ সহচর এবং ফিরোজ মিয়া চিহ্নিত মাদক কারবারি এবং ছলিম আরসার কমান্ডার।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ঠ আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় সোপার্দ করা হয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এসএসএ

টপ নিউজ রোহিঙ্গা ক্যাম্প রোহিঙ্গা সন্ত্রাসী আটক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর