প্রতারক কাদেরের মামলায় মুসা বিন শমসের ডিবিতে
১২ অক্টোবর ২০২১ ১৬:০১ | আপডেট: ১২ অক্টোবর ২০২১ ২২:০২
ঢাকা: দশম শ্রেণিতে পড়া অতিরিক্ত সচিব পরিচয় দিয়ে প্রতারণার মামলায় আব্দুল কাদেরের সঙ্গে আলোচিত ধনকুবের মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে ডেকে আনা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টা ২৫ মিনিটে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে একটি মেরুন রংয়ের গাড়িতে প্রবেশ করেন মুসা বিন শমসের। ডিবির যুগ্ম কমিশনার (ডিবি উত্তর) হারুন অর রশিদ সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘প্রতারক আব্দুল কাদেরকে মুসা বিন শমসের ৩০০ টাকার স্ট্যাম্পে লিখিতভাবে উপদেষ্টা বানিয়েছিলেন। তার দেওয়া একটি ২০ কোটি টাকার ব্যাংক চেকও দিয়েছিলন। এসব বিষয় নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে মুসা বিন শমরের ছেলে ও পরিবারের অন্যান্য সদস্যদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজ মুসা বিন শমসেরকে ডাকা হয়েছে। তাকে কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’
ডিবি সূত্রে জানা গেছে, মুসা বিন শমসের ছাড়াও অন্তত ৩০ জন সচিব ও আলোচিত কিছু নারীর সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করে তাদের দিয়ে বিভিন্ন তদবির করে আব্দুল কাদের। এমনকি তাদের দিয়ে জি কে শামীমকে জামিন করাতে কয়েক কোটি টাকা চুক্তি করেছিল আব্দুল কাদের।
সারাবাংলা/ইউজে/পিটিএম