এ বছরও হচ্ছে না লালন মেলা
১২ অক্টোবর ২০২১ ১৫:৩০ | আপডেট: ১২ অক্টোবর ২০২১ ১৭:০৩
কুষ্টিয়া: করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩১তম তিরোধান দিবসও পালন করা হবে না। মঙ্গলবার (১২ অক্টোবর) কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ১ কার্তিক বঙ্গাব্দ বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩১তম তিরোধান দিবস পালনের জন্য ধার্য আছে। করোনা ভাইরাসজনিত রোগে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে কুষ্টিয়ায় এ পর্যন্ত ৭৭২ জন রোগী মৃত্যুবরণ করেছেন এবং এখনো কিছু মানুষ করোনা আক্রান্ত অবস্থায় আছেন। ফকির লালন শাহের ১৩১তম তিরোধান দিবস পালন সংক্রান্ত বিষয়ে ৭ অক্টোবর লালন একাডেমি কার্যকরি সংসদের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় করোনাসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় ফকির লালন শাহের তিরোধান দিবস পালন না করার বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এতদসংক্রান্ত বিষয়ে লালন অনুসারী ভক্তবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, লালন একাডেমির কার্যকরি সভার সিদ্ধান্ত, বিদ্যমান করোনা পরিস্থিতি এবং গণজমায়েতের ক্ষেত্রে সরকারি বিধিনিষেধ আরোপ থাকাসহ সার্বিক বিষয়াদি বিবেচনা করে আসন্ন তিরোধান দিবস পালন (লালন মেলা, আলোচনা সভা এবং লালন সংগীতানুষ্ঠান আয়োজন) করা সম্ভব হচ্ছে না।
সারাবাংলা/এএম