Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনে ভারী বর্ষণে ১৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১২ অক্টোবর ২০২১ ১৪:৩৫ | আপডেট: ১২ অক্টোবর ২০২১ ১৬:৫৯

বন্যার পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন উদ্ধার কর্মীরা, ছবি: আলজাজিরা।

চীনে একটানা ভারী বর্ষণে ঘর ধসে অন্তত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় তিনজন নিখোঁজ রয়েছে। দেশটির উত্তরে শানসি প্রদেশে এই ভারী বর্ষণের ঘটনা ঘটেছে। এলাকাটি থেকে চীনের মধ্যে সবচেয়ে বেশি কয়লা উত্তোলন করা হয়। খবর আলজাজিরা।

মঙ্গলবার (১২ অক্টোবর) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস’র প্রতিবেদনে বলা হয়, বন্যায় অন্তত ১৭ লাখ ৫০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ১৯ হাজার ৫০০টি ঘর ধসে গেছে। ফলে এক লাখ ২০ হাজার মানুষ গৃহহীন হয়েছেন।

বিজ্ঞাপন

তবে শানসি প্রদেশে কোন এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তা ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। এলাকটি প্রদেশটি বেইজিংয়ের পশ্চিমে প্রায় এক লাখ ৫৬ হাজার কিলোমিটার জুড়ে বিস্তৃত।

ওই প্রতিবেদনে বলা হয়, এই বন্যায় ৭৭০ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ইতোমধ্যে বন্যায় জারি করা জরুরি অবস্থা কিছুটা শিথিল করেছে। তাই অবস্থা স্থিতিশীল রয়েছে বলে ধারণা করা হচ্ছে। একইসঙ্গে ছোট ও মাঝারি নদীগুলোর পানির স্তর নিচে নামতে শুরু করেছে।

সারাবাংলা/এনএস

চীনে ভারী বর্ষণ নিহত ১৫

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর