শিমুলিয়ায় ফেরি বন্ধ, যানবাহনের চাপ বাড়ছে পাটুরিয়ায়
১২ অক্টোবর ২০২১ ১২:৪১ | আপডেট: ১২ অক্টোবর ২০২১ ১৪:৪৫
মানিকগঞ্জ: শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে বেড়েছে যানবাহনের চাপ। এ জন্য মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল থেকে পাটুরিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক, বাস ও ছোট গাড়িসহ সহস্রাধিক যানবাহন পারাপারের অপেক্ষা রয়েছে।
সরেজমিনে দেখা যায়, ট্রাকের লম্বা সারি আরও দীর্ঘ হচ্ছে ঘাট এলাকায়। ঘাট এলাকা ও তার আশপাশে প্রায় ৫ শতাধিক ট্রাক আটকে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ডিজিএম মো. জিল্লুর রহমান জানান, শিমুলিয়া-বাংলাবাজার নৌ রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় মঙ্গলবার সকাল থেকে পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ বেড়েছে। যাত্রীবাহী বাসের চাপ কিছুটা কম থাকলেও প্রাইভেটকার, মাইক্রোবাস ও পণ্যবাহী ট্রাকের চাপ অনেক বেশী।
তিনি জানান, ঘাট ও আশপাশের এলাকায় আটকে রয়েছে প্রায় ৫ শতাধিক ট্রাক। এছাড়া পারাপারের অপেক্ষায় রয়েছে ৩ শতাধিক প্রাইভেটকার ও মাইক্রোবাস। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
সারাবাংলা/এএম