Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তরুণীকে অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২১ ১২:৩৩

ঢাকা: বাহ্মণবাড়িয়া সদর উপজেলায় আলোচিত ফিল্মি স্টাইলে এসএসসি পরীক্ষার্থী তরুণীকে অপহরণ মামলার প্রধান আসামি ও মূল পরিকল্পনাকারী মো. জসীম উদ্দিনকে রাজধানীর বাড্ডা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মইন এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জসীমসহ কয়েকজন শনিবার দুপুরে ওই তরুণীকে অপহরণ করে নিয়ে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হলে স্থানীয় বাসস্ট্যান্ডে অপহরণের পাঁচ ঘণ্টা পর ফেলে রেখে যায়। এ ঘটনায় সোমবার অপহরণের শিকার মেয়েটির মা বাদী হয়ে মামলা করেন।

তার মায়ের অভিযোগ, স্থানীয় জসীম উদ্দিন বেশ কিছুদিন ধরে মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। রাজি না হওয়ায় স্কুল থেকে ফেরার পথে একটি প্রাইভেটকার তাকে তুলে নিয়ে যায়।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে আরও বিস্তারিত জানাতে চেয়েছে র‌্যাব।

সারাবাংলা/ইউজে/এএম

অপহরণ র‍্যাব

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর