Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবরের ৮ বছরের জেল

স্টাফ করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২১ ১১:২২ | আপডেট: ১২ অক্টোবর ২০২১ ১৩:৫৪

রায় ঘোষণার পর আদালত থেকে বের হচ্ছেন বাবর

ঢাকা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের অবৈধ সম্পদ অর্জন এবং তথ্য গোপনের মামলায় ৮ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশন আইনের মামলায় পৃথক দুই ধারায় এই দণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে ঢাকার ৭ নম্বর বিশেষ জজ আদালতের মো. শহিদুল ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন।

২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের ২৬(২) ও ২৭(১) ধারায় ৩ এবং ৫ বছর মোট ৮ বছরের কারাদণ্ডের আদেশ দেন। পাশাপাশি ১০ হাজার টাকার অর্থদণ্ডের আদেশ দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাস কারাভোগ করতে হবে।

সাজা একত্রে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়।

এর আগে, ৩ অক্টোবর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্কের শেষে আদালত রায় ঘোষণার এই তারিখ ধার্য করেন। গত ২১ সেপ্টেম্বর বাবর আত্মপক্ষ শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেন এবং সাফাই সাক্ষী দেবেন না  বলে জানান। এরপর বিচারক যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ ঠিক করেন।

২০০৭ সালের ২৮ মে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে যৌথবাহিনীর হাতে আটক হওয়া এ আসামির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলাটি ২০০৮ সালের ১৩ জানুয়ারি রমনা থানায় দায়ের করা হয়। তদন্ত শেষে ওই বছরের ১৬ জুলাই দুদকের উপ-সহকারী পরিচালক রূপক কুমার সাহা চার্জশিট দাখিল করেন।

চার্জশিটে বাবরের বিরুদ্ধে ৭ কোটি ৫ লাখ ৯১ হাজার ৮৯৬ টাকার অবৈধ সম্পদ রাখার অভিযোগ করা হয়েছে। তার বিরুদ্ধে অবৈধ সম্পদের মধ্যে প্রাইম ব্যাংক এবং এইচএসবিসি ব্যাংক দুইটি এফডিআর-এ ৬ কোটি ৭৯ লাখ ৪৯ হাজার ২১৮ টাকা এবং বাড়ি নির্মাণ বাবদ ২৬ লাখ ৪২ হাজার ৬৭৮ টাকা গোপনের কথা উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন: অবৈধ সম্পদ অর্জনে বাবরের মামলা ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

সারাবাংলা/এআই/এমও

লুৎফুজ্জামান বাবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর