Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক স্ত্রীর এফডিআর আত্মসাৎ: উপ-কর কমিশনারের বিচার শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২১ ১৮:৩৫ | আপডেট: ১২ অক্টোবর ২০২১ ০০:১০

ঢাকা: জালিয়াতির মাধ্যমে সাবেক স্ত্রীর দুইটি এফডিআরের ৯ লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগে উপ-কর কমিশনার শুহান সাঈদকে অভিযোগপত্রে অভিযুক্ত করেছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আদালত সেই অভিযোগপত্র গ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে মামলাটির বিচারকাজ অনুষ্ঠানিকভাবে শুরু হলো।

সোমবার (১১ অক্টোবর) বিকেলে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আসাদুজ্জামান নুরের আদালত আসামির উপস্থিততে অভিযোগপত্রটি গ্রহণ করেন। এই মামলায় আগামী ৯ ডিসেম্বর সাক্ষ্য নেওয়ার দিন নির্ধারণ করেন আদালত।

বিজ্ঞাপন

অভিযুক্ত শুহান সাঈদ সাবেক যুগ্ম সচিব যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এসএম আবদুল ওয়াহাবের ছেলে। তার স্ত্রী ছিলেন খুলনা জেলার পাইকগাছা থানার রহিমপুর গ্রামের মেয়েজ্জদ্দীন আহমেদ মেয়ে জান্নাতুল ফেরদৌস মিতু। ২০১৮ সালের ১৮ মে রাজধানীর বনানী থানায় এই মামলাটি দায়ের করেন তিনি।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ৪ অক্টোবর সাঈদের সঙ্গে মিতুর বিচ্ছেদ হয়। তাদের দাম্পত্য জীবন চলাকালে মিতুর সঞ্চিত অর্থে ২০১৭ সালের ৮ অক্টোবর এনআরবি গ্লোবাল ব্যাংকের মহাখালী শাখায় চার লাখ ও পাঁচ লাখ টাকার দুইটি এফডিআর হিসাব খোলা হয়। এফডিআর দু’টি খোলার পর মিতুর ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের চেকবই ও এফডিআরের যাবতীয় কাগজপত্র স্বামী আসামী শুহান সাঈদ নিকট রাখেন।

বিচ্ছেদের পর মিতু অন্যান্য মালামাল ও কাগজপত্রের সঙ্গে ব্যাংক হিসাবের নথিপত্র ফেরত চাইলে শুহান সাঈদ বাকি সব কাগজপত্র ফেরত দিলেও কৌশলে এফডিআর ও ব্যাংক হিসাবের নথিপত্রগুলো নিজের কাছে রেখে দেন। পরবর্তী সময়ে মিতু ব্যাংকে খোঁজ নিয়ে জানতে পারেন, ২০১৮ সালের ২২ এপ্রিল মিতুর সই জাল করে এফডিআর দু’টি তুলে নিয়েছেন শুহান সাঈদ।

বিজ্ঞাপন

মামলাটি তদন্ত করে এ বছরের ৫ এপ্রিল সিআইডি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রাশেদুজ্জামান আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সারাবাংলা/এআই/টিআর

উপ-কর কমিশনার এফডিআর আত্মসাৎ শুহান সাঈদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর