Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ক্যাবল অপারেটিং সিস্টেম ডিজিটাল হচ্ছে ১ নভেম্বর’

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২১ ২২:৪৪

ফাইল ছবি: ড. হাছান মাহমুদ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী

ঢাকা: ঢাকা ও চট্টগ্রামে ক্যাবল অপারেটিং সিস্টেম অনেকটাই ডিজিটাল হয়ে গেছে জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ১ নভেম্বর থেকে পুরোটাই ডিজিটাল হয়ে যাবে। এই ডিজিটালাইজেশনের জন্য আমরা বদ্ধ পরিকর। এটি হলে পুরো সম্প্রচার মাধ্যমই লাভবান হবে। সোমবার (১১ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, ‘সংশ্লিষ্ট সকলের সঙ্গে গত বৈঠকে সিদ্ধান্ত ছিল যে, ১ অক্টোবর থেকে ক্লিনফিড বাস্তবায়ন করা হবে। সেই বৈঠকে তারাই বলেছিলেন যে, ঢাকা ও চট্টগ্রামে ক্যাবল অপারেটিং সিস্টেম অনেকটাই ডিজিটাল হয়ে গেছে,
১ নভেম্বর থেকে পুরোটাই ডিজিটাল করা যাবে। সে টার্গেট নিয়েই কাজ এগিয়ে চলছে।’

বিজ্ঞাপন

দক্ষিণ এশিয়ার নিক্কি প্রতিবেদনে করোনা মোকাবিলায় বাংলাদেশের প্রথমস্থান অধিকার প্রসঙ্গে ড. হাছান বলেন, ‘এই দেশে প্রধানমন্ত্রী যেভাবে করোনা নিয়ন্ত্রণ করেছেন সেটি আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও প্রশংসা করেছে। এর আগে বিভিন্ন পত্র-পত্রিকা ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রধানমন্ত্রীর করোনা মোকাবিলার প্রশংসা হয়েছে। মির্জা ফখরুল সাহেবসহ যারা এ বিষয়ে এতদিন সমালোচনা করেছেন, এ ব্যাপারে তাদের বক্তব্য জানা প্রয়োজন।’

সারাবাংলা/জেআর/পিটিএম

ক্যাবল অপারেটিং ডিজিটাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর