Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনির্দিষ্টকালের জন্য শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২১ ২০:২৬ | আপডেট: ১১ অক্টোবর ২০২১ ২৩:৪১

ফাইল ছবি

মুন্সীগঞ্জ: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ বলে পরিচিত শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটের পদ্মায় আবারও স্রোতের মাত্রা বেড়ে যাওয়ায় পদ্মা সেতুর নিরাপত্তার স্বার্থে সীমিত পরিসরে চালু হওয়ার সাতদিনের মাথায় আবারও অনির্দিষ্টকালের জন্য এ নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

এর আগে, পরপর কয়েক দফায় পদ্মা সেতুর পিলারের সঙ্গে ফেরি ধাক্কা লাগার ঘটনায় ও পদ্মায় প্রচণ্ড স্রোত বেড়ে যাওয়ায় এ নৌ-রুটে টানা ৪৭ দিন ফেরি চলাচল বন্ধ ছিল। এর ফলে চরম ভোগান্তি ও দুর্ভোগে পড়েন এ নৌ-রুটে চলাচলকারীরা।

বিজ্ঞাপন

বিআইডব্লিউটিসির মেরিন অফিসার আহমদ আলী জানান, গত কদিন পদ্মায় স্রোতের মাত্রা ছিল ৩ নটিক্যাল মাইল। আজ সেখানে ৪ নটিক্যাল বেগে স্রোত বইছে। যার ফলে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠায় পদ্মা সেতুর নিরাপত্তার কারণে সোমবার বেলা সাড়ে ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

এ সময়ে যানবাহনগুলোকে বিকল্পপথ পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুট ব্যবহার করার জন্য অনুরোধ জানান তিনি। তবে এ নৌ-রুটে সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত লঞ্চ ও স্পিডবোট চলাচল করবে।

সারাবাংলা/একে

টপ নিউজ ফেরি চলাচল বাংলাবাজার শিমুলিয়া

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর