Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাস্টারকার্ড পেমেন্ট গেটওয়ে সার্ভিসে যুক্ত হলো সিটি ব্যাংক

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২১ ১৮:২৩

ঢাকা: অনলাইন লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশের অন্যতম বড় বেসরকারি ব্যাংক সিটি ব্যাংক লিমিটেড সম্প্রতি মাস্টারকার্ড পেমেন্ট গেটওয়ে সার্ভিসেসের (এমপিজিএস) সঙ্গে সম্পৃক্ত হয়েছে। মাস্টারকার্ডের এই সেবার সঙ্গে সিটি ব্যাংক যুক্ত হওয়ার ফলে তাদের গ্রাহকেরা অত্যন্ত সহজ ও নিরাপদ উপায়ে অনলাইনে পণ্য ও সেবা কেনাকাটার বিল পরিশোধ এবং কার্ড থেকে মোবাইল ওয়ালেটে অর্থ স্থানান্তর করার সুবিধা ভোগ করতে পারবেন।

বিজ্ঞাপন

সোমবার (১১ অক্টোবর) সিটি ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠান দু’টির এই পার্টনারশিপের ফলে এমপিজিএস কার্ড হোল্ডাররা একদিকে যেমন ডিজিটাল পদ্ধতিতে অনায়াসে পণ্য-সেবার বিল পরিশোধ করতে পারবেন, তেমনি সেবাদাতা সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রতিষ্ঠান ও পার্টনাররাও আধুনিক প্রযুক্তিগত সুবিধা থেকে উপকৃত হবেন। এই সমাধানটি চালু হওয়ার ফলে মাস্টারকার্ড পেমেন্ট গেটওয়ে সার্ভিস (এমপিজিএস) ব্যবহার করে সিটি ব্যাংক তাদের নিজস্ব গ্রাহকদের অনলাইনে পণ্য ও সেবা কেনার বিল পরিশোধের দারুণ এক সুযোগ তৈরি করে দিয়েছে।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর আরেফিন বলেন, ‘গ্রাহকদের ডিজিটাল পদ্ধতিতে নিরবচ্ছিন্ন লেনদেন সেবা দিতে আমরা মাস্টারকার্ডের সাথে পার্টনারশিপের মাধ্যমে এই সেবা নিয়ে এসেছি। আমাদের বিশ্বাস, নতুন এই সেবা দ্বারা আমাদের গ্রাহকেরা উপকৃত হবেন।’

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ‘পার্টনারশিপের মাধ্যমে মাস্টারকার্ড পেমেন্ট গেটওয়ে সার্ভিসেস (এমপিজিএস) ব্যবহার করে সিটি ব্যাংকের গ্রাহকদের জন্য অনলাইনে পণ্য ও সেবা কেনাকাটার অধিকতর সুযোগ তৈরি করে দেয়াই মাস্টারকার্ডের লক্ষ্য। যাতে গ্রাহকদের অনলাইনে কেনাকাটা বা লেনেদেনের অভিজ্ঞতা দারুণ হয়।’

মাস্টারকার্ড পেমেন্ট গেটওয়ে সার্ভিসেসের (এমপিজিএস) প্ল্যাটফর্মে গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের বেশ কিছু ভ্যালু অ্যাডেড সার্ভিস থাকবে। এই প্ল্যাটফর্ম ব্যবহারকারী মার্চেন্টরা তুলনামূলক বেশি সুযোগ-সুবিধা ভোগ করবেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এমও

মাস্টারকার্ড সিটি ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর