Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে আর্মি অ্যাভিয়েশনের বহরে ২ হেলিকপ্টার, বেস উদ্বোধন

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২১ ১৮:০৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে সেনাবাহিনীর আর্মি অ্যাভিয়েশন ফরোয়ার্ড বেস চালু হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর বহরে যুক্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আনা দু’টি অত্যাধুনিক বেল ফোর জিরো সেভেন জিএক্সআই হেলিকপ্টার।

সোমবার (১১ অক্টোবর) সকালে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আর্মি অ্যাভিয়েশন ফরোয়ার্ড বেসের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

দেশের প্রত্যন্ত অঞ্চলে সেনা সদস্যদের সহায়তা দিতে সরকার লালমনিরহাট ও চট্টগ্রামে দু’টি আর্মি অ্যাভিয়েশন ফরোয়ার্ড বেস স্থাপনের অনুমতি দেয়। ২০২০ সালের ৩ মার্চ লালমনিরহাট সেনানিবাসে আর্মি অ্যাভিয়েশন স্কুলে দু’টি হ্যাঙ্গার উদ্বোধন করা হয়েছে। এর ধারাবাহিকতায় চট্টগ্রামে চালু হয়েছে আর্মি অ্যাভিয়েশন ফরোয়ার্ড বেস।

সকালে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে হেলিকপ্টারে করেই আসেন সেনাপ্রধান। অনুষ্ঠানে জানানো হয়, ২০৩০ সালের মধ্যে ফোর্সেস গোল অর্জনের অংশ হিসেবে ফরোয়ার্ড অ্যাভিয়েশন বেইজ স্থাপনের পাশাপাশি আর্মি অ্যাভিয়েশন গ্রুপের বহরের জন্য হেলিকপ্টার কেনা হয়েছে।

সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সংগ্রহ করা অত্যাধুনিক বেল ফোর জিরো সেভেন জিএক্সআই হেলিকপ্টার দুটি নবীন বৈমানিকদের প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একইসঙ্গে আকাশ থেকে ভূমিতে অনুসন্ধান, পর্যবেক্ষণে কাজ করবে হেলিকপ্টার দুটি। এই হেলিকপ্টারের মাধ্যমে দুর্গম এলাকায় চিকিৎসা সহায়তা, মিশন পরিচালনা ও সীমিত আকারে জরুরি রসদও সরবরাহ করতে পারবে।’

তিন পার্বত্য জেলাসহ দুর্গম অঞ্চলে কাজ করেন চট্টগ্রামের সেনাসদস্যরা। বিশেষায়িত হেলিকপ্টার পাওয়ায় তাদের সক্ষমতা বাড়বে বলে অনুষ্ঠানে বলা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এমও

আর্মি অ্যাভিয়েশন হেলিকপ্টার

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর